রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মাসিক কল্যাণ সভা রোববার (২৫ জুন) সকালে অনুষ্ঠিত হয়েছে।
আরএমপি পুলিশ লাইনসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আরএমপি কমিশনার মো. আনিসুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)।
সভায় আরএমপির বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ কল্যাণমূলক বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন। সেসব প্রস্তাব শুনে সংশ্লিষ্টদের বাস্তবায়নের নির্দেশ দেন আরএমপি কমিশনার।
আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড ডিবি) সামসুন নাহার বিপিএম, উপপুলিশ কমিশনার (সদর) মো. সাইফউদ্দীন শাহীন, উপপুলিশ কমিশনার (ডিবি) মো. আল মামুন, উপপুলিশ কমিশনার (ট্রাফিক) অনির্বান চাকমা প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।