রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোম ডিসপোজাল দল জর্ডানে ‘পোস্ট ব্লাস্ট ইনভেস্টিগেশন’ প্রশিক্ষণ সফলভাবে শেষ করে পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিকের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন।
আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে আরএমপি সদরদপ্তরে এই সাক্ষাৎ হয়। ওই সময় বোম ডিসপোজাল দলের সদস্যরা আরএমপি কশিনারকে শুভেচ্ছা স্মারক উপহার দেন ।
আরএমপির অফিশিয়াল ফেসবুক পেজের পোস্টে এ তথ্য জানানো হয়।
সাক্ষাতের সময় আরও উপস্থিত ছিলেন— অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), আরএমপি বোম ডিসপোজাল ইউনিটের কমান্ডার সহকারী পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) মো. আরিফুল ইসলামসহ আরএমপির বোম ডিসপোজাল ইউনিটের সদস্যবৃন্দ।