আরএমপির পুনাক ভবনের কার্যক্রম আজ ২ জুলাই উদ্বোধন করা হয়েছে।
সকাল ১০টায় আরএমপি পুলিশ লাইনস শাপলা গেট-সংলগ্ন পুনাক ভবনের কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর সম্মানিত সভানেত্রী ও ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাংলাদেশ মহোদয়ের সহধর্মিণী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি পুনাক ভবনের কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন আরএমপি কমিশনারের সহধর্মিণী ও আরএমপি পুনাকের সভানেত্রী কবিতা সরকারসহ পুনাক নেতৃবৃন্দ।