
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ট্রেনিং স্কুলে কনস্টেবল ও নায়েকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের ১০ম ব্যাচের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৬ মে) সকাল ১০টার দিকে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক বিপিএম, পিপিএম (বার)।
ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মোহাম্মদ তারিকুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) সালমা সুলতানা আলম, সহকারী পুলিশ কমিশনার (পিওএম) সুকুমার মোহন্ত, আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।