রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ট্রেনিং স্কুলে সিডিএমএসের ২৮তম ব্যাচের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ৯টা ৩০ মিনিটের দিকে এই অনুষ্ঠান হয়।
আরএমপির অফিশিয়াল ফেসবুক পেজের পোস্টে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে আরএমপির পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন।
ওই সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. মজিদ আলী বিপিএম, উপপুলিশ কমিশনার (সদর) মো. রশীদুল হাসান পিপিএম, আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ প্রশিক্ষণার্থীরা।