আবারও রোহিঙ্গা শরণার্থীশিবিরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এবার পুড়েছে কক্সবাজারের উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্প।
গতকাল সোমবার (১৭ জানুয়ারি) রাত দুইটার দিকে আগুন লাগার এ ঘটনা ঘটে। খবর সমকালের।
আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করেছে।
আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১৪ (এপিবিএন)-এর অধিনায়ক (পুলিশ সুপার) নাইমুল হক বলেন, ‘ক্যাম্পে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আমাদের লোকজন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পাশাপাশি ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।’
এর আগে ৯ জানুয়ারি কক্সবাজারের উখিয়ার একটি শরণার্থীশিবিরে আগুনে প্রায় ৬০০ ঘর পুড়ে যাওয়ায় তিন হাজারের বেশি মানুষ আশ্রয় হারায়। এরও আগে ২ জানুয়ারি উখিয়া বালুখালী ২০ নম্বর ক্যাম্পের জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত করোনা হাসপাতাল আগুনে পুড়ে যায়।