টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের তালিকায় আবারও শীর্ষে অবস্থান করছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।
বুধবার (১৯ অক্টোবর) আইসিসির প্রকাশিত র্যাঙ্কিংয়ে আফগান অধিনায়ক মোহাম্মদ নবীকে টপকে যান সাকিব।
২৬৬ রেটিং নিয়ে শীর্ষে আছেন সাকিব। ২৪৬ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছেন নবী। ১৮৮ রেটিং নিয়ে তৃতীয় স্থানে আছেন ইংল্যান্ডের মঈন আলী।
চার ধাপ এগিয়ে চতুর্থ স্থানে উঠেছেন নামিবিয়ার জেজে স্মিট। চার ধাপ এগিয়ে সাতে অবস্থান করছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।
ব্যাটারদের তালিকায় ৮৬১ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান ধরে রেখেছেন পাকিস্তানের ওপেনার মোহাম্মদ রিজওয়ান। ৮৩৮ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে আছেন ভারতের সূর্যকুমার যাদব। ১৩ ধাপ এগিয়ে শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস।
বোলারদের তালিকায় দুই ধাপ এগিয়ে পাঁচে জায়গা করে নিয়েছেন আফগানিস্তানের স্পিনার মুজিব-উর-রহমান। এক ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ। ৭০৫ রেটিং নিয়ে শীর্ষ স্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজেলউড।