মহান বিজয় দিবস উপলক্ষে মালির বামাকোয় জাতিসংঘের ক্যাম্পের ভেতরে নির্মিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন কন্টিনজেন্ট কমান্ডার মো. মহিদুল ইসলাম পিপিএম এবং অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা। ছবি: বাংলাদেশ পুলিশ

পশ্চিম আফ্রিকার দেশ মালি এবং মধ্য আফ্রিকার দেশ কঙ্গোয় জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে কর্মরত বাংলাদেশ পুলিশের সদস্যরা গভীর শ্রদ্ধা, গর্ব ও ভালোবাসার মধ্য দিয়ে বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন করেছেন। এ উপলক্ষে ১৬ ডিসেম্বর (শনিবার) সকাল থেকে কর্মসূচি শুরু হয়।

বাংলাদেশের মহান বিজয় দিবসে মালিতে জাতিসংঘ ক্যাম্পে শ্রদ্ধা জানানো হয়। ছবি: বাংলাদেশ পুলিশ

মালির রাজধানী বামাকোয় জাতিসংঘের ক্যাম্পের ভেতরে নির্মিত স্মৃতিসৌধে ১৬ ডিসেম্বর সকাল সাড়ে ৬টায় সশস্ত্র সালাম জানিয়ে বিএএনএফপিইউ-১ (রোটেশন-৯)-এর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন কন্টিনজেন্ট কমান্ডার মো. মহিদুল ইসলাম পিপিএম এবং অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।
বাংলাদেশের মহান বিজয় দিবসে মালিতে জাতিসংঘ ক্যাম্পে শ্রদ্ধা জানানো হয়। ছবি: বাংলাদেশ পুলিশ

এরপর বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের (বিপিডব্লিউএন) পক্ষ থেকে কন্টিনজেন্টের অ্যাডমিন অফিসার মোসা. শামিমা নাসরিনের নেতৃত্বে কন্টিনজেন্টের নারী সদস্যরা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
বাংলাদেশের মহান বিজয় দিবসে মালিতে জাতিসংঘ ক্যাম্পে শ্রদ্ধা জানানো হয়। ছবি: বাংলাদেশ পুলিশ

এ ছাড়া স্বাধীনতাযুদ্ধে বীর শহীদদের রুহের মাগফিরাত কামনায় বাদ জোহর বিশেষ মোনাজাত করা হয়।
মহান বিজয় দিবসে কঙ্গোয় জাতিসংঘের ক্যাম্পের ভেতরে নির্মিত স্মৃতিসৌধে সশস্ত্র সালাম জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন বিএএনএফপিইউ-১ (রোটেশন-৯)-এর সদস্যরা। ছবি: বাংলাদেশ পুলিশ

এদিকে মহান বিজয় দিবসে কঙ্গোয় জাতিসংঘের ক্যাম্পের ভেতরে নির্মিত স্মৃতিসৌধে সশস্ত্র সালাম জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন বিএএনএফপিইউ-১ (রোটেশন-৯)-এর সদস্যরা।
কঙ্গোয় বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের (বিপিডব্লিউএন) পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন বিএএনএফপিইউ-১ (রোটেশন-৯)-এর নারী সদস্যরা। ছবি: বাংলাদেশ পুলিশ

পরে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের (বিপিডব্লিউএন) পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন বিএএনএফপিইউ-১ (রোটেশন-৯)-এর নারী সদস্যরা।