আফগানিস্তানের কুন্দুজে শিয়াদের মসজিদে হামলার পরের অবস্থা। ছবি: রয়টার্স

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর কুন্দুজে জুমার নামাজের সময় শিয়াদের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এতে অনেকে হতাহত হয়েছে।

আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়, আফগানিস্তানে চলতি বছরের আগস্টে তালেবান ক্ষমতার নিয়ন্ত্রণ নেওয়ার পর এটিই সবচেয়ে ভয়াবহ হামলা।

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট শুক্রবার তাদের টেলিগ্রাম চ্যানেলগুলোর মাধ্যমে আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে।

হামলার ভিডিও ফুটেজে দেখা যায়, গোজার-ই-সায়েদ আবাদ মসজিদে মরদেহের চারপাশে ধ্বংসাবশেষ পড়ে আছে।

হামলায় নিহতের একাধিক সংখ্যা পাওয়া গেছে। আফগানিস্তানে সক্রিয় জাতিসংঘ মিশন এক টুইটে জানিয়েছে, হামলায় শতাধিক মানুষ হতাহত হয়েছে।

কুন্দুজের প্রাদেশিক পুলিশের উপপ্রধান দোস্ত মোহাম্মদ ওবায়দা জানান, হামলায় কমপক্ষে ১০০ জন নিহত বা আহত হয়েছে।

তিনি জানান, ওই ১০০ জনের মধ্যে বেশির ভাগই নিহত।

ঘটনার তদন্ত চলছে জানিয়ে ওবায়দা বলেন, ‘আমি শিয়া ভাইদের নিশ্চিত করতে চাই যে, তালেবান তাদের নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত।’

এদিকে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাখতার জানিয়েছে, কুন্দুজের খান আবাদ এলাকার মসজিদে হামলায় কমপক্ষে ৪৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ১৪০ জনের বেশি মানুষ।