বঙ্গোপসাগরে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
আজ রোববার (১৯ ডিসেম্বর) সমন্বিত আন্তর্জাতিক সময় (ইউটিসি) ভোর ৩টা ১৯ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। খবর দ্য ডেইলি স্টারের।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।
ইউএসজিএসের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ আন্দামান জেলার ব্যাম্বো ফ্ল্যাট শহর থেকে ২১৭ কিলোমিটার উত্তরে ছিল এর কেন্দ্রস্থল।
ভূমিকম্পটির কেন্দ্রস্থল বঙ্গোপসাগরের ১০ কিলোমিটার গভীরে বলেও জানিয়েছে ইউএসজিএস।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।