কুড়িগ্রামের সদর থানাপুলিশ আন্তঃজেলা ডাকাত দলের হোতা ও ডাকাতিসহ ৯টি বিভিন্ন মামলার আসামি হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করেছে ।
আজ ২১ আগস্ট ভোর আনুমানিক ৪টার সময় কুড়িগ্রাম সদরের মধ্যকুমড়পুর এলাকা হতে চুরি করা অটোরিকশা নিয়ে কুখ্যাত ডাকাত হুমায়ুন পালানোর সময় ধরলা চেকপোস্টে দায়িত্বরত সদর থানাপুলিশের একটি চৌকস টিম তাকে গ্রেপ্তার করে।
দুর্ধর্ষ ডাকাত হুমায়ন কবির ওরফে কবির হোসেন ওরফে হুমায়ন ওরফে হুমার (৫০) বিরুদ্ধে যশোর জেলার কোতোয়ালি থানায় ২০২২ সালে ১টি ডাকাতি মামলা, ২ টি অস্ত্র মামলা ও মনিরামপুর থানায় ১ টি ডাকাতির মামলা, মাদারীপুর জেলার শিবচর থানায় ১টি ডাকাতি মামলা, মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানায় ২০২০ সালের ১টি ডাকাতি মামলা, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় ২০১৭ সালের অস্ত্র আইনের ১টি মামলা, ঝিনাইদহ জেলার সদর থানার ২০২২ সালের ১ টি ডাকাতির মামলা ও রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানায় ২০২১ সালের ১ টি দস্যুতা মামলাসহ মোট ৯ টি মামলা রয়েছে।