এপিবিএনের হেফাজতে গ্রেপ্তার ৩ মাদক কারবারি। ছবি: ডিএমপি নিউজ

১ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) রাজধানীর আদাবর থানা এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

গতকাল বৃহস্পতিবার (১৬ মে) আদাবর থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদেরকে আদাবর থানায় হস্তান্তর করেন এপিবিএনের সদস্যরা।খবর ডিএমপি নিউজের।

গ্রেপ্তাররা হলেন মো. সজিব চৌধুরী (২৮), মেহেদী হাসান (২২) ও মো. আরিফ হোসেন (১৯)।

এপিবিএন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপির আদাবর থানা এলাকায় ১ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (অপস এন্ড ইন্টেলিজেন্স) মহরম আলীর নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে। এ সময় ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানান, দীর্ঘদিন ধরে তাঁরা গাঁজাসহ অন্যান্য মাদক ডিএমপির বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।