সিএমপি ডিবি বন্দর ও পশ্চিম বিভাগের অভিযানে টাকা, মোবাইলসহ গ্রেপ্তার আসামি। ছবি: সিএমপি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) বন্দর ও পশ্চিম বিভাগের অভিযানে আত্মসাৎ করা ৫ হাজার ৫০০ টাকা এবং ১৫ হাজার টাকা মূল্যের একটি রিয়েলমি মোবাইল সেটসহ একজনকে গ্রেপ্তার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানাধীন জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় অভিযান চালিয়ে নিয়মিত মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মোহাম্মদ নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করে ডিবি।