চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডবলমুরিং মডেল থানার অভিযানে আত্মসাৎকৃত ২৯ লাখ ২৫ হাজার ৫০০ টাকাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার দুপুর দেড়টার দিকে বাদী তাওসিফ আমির দোভাষ তাঁর প্রতিষ্ঠানের ৩০ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা নিয়ে ডবলমুরিং মডেল থানাধীন আগ্রাবাদ ফারুক চেম্বারের সামনে আসেন। টাকাগুলো ইউসিবি ব্যাংকে জমা দেওয়ার জন্য প্রতিষ্ঠানের স্টাফ আবু হাবিব ডালিম ও মো. সোলেমানকে সঙ্গে নিয়ে আসেন তিনি। অফিসের স্টাফ মো. সোলেমান কৌশলে নগদ টাকাগুলো আত্মসাৎ করে আত্মগোপনে চলে যান।
পরবর্তী সময়ে বাদী বিষয়টি ডবলমুরিং মডেল থানাকে মৌখিকভাবে অবগত করলে তথ্যপ্রযুক্তির সহায়তায় চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন ছোট দারোগারহাট বাজার এলাকা থেকে সোলেমানকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর হেফাজত থেকে আত্মসাৎকৃত ২৯ লাখ ২৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।