জব্দ করা আগ্নেয়াস্ত্র ও গুলি। ছবি : বাংলাদেশ পুলিশ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র, ২০৬টি গুলিসহ তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৪ জুলাই) রাজধানীর ওয়ারী থানাধীন বলধা গার্ডেন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন মো. সুজন হাওলাদার, রুমা বেগম ও মো. আব্দুল্লাহ হাওলাদার।

অভিযানে নেতৃত্ব দেওয়া সিটিটিসির অ্যান্টি ইলিগ্যাল আর্মস অ্যান্ড ক্যানাইন টিমের সহকারী পুলিশ কমিশনার ওবাইন পিপিএম জানান, আসামিদের বিরুদ্ধে ওয়ারী থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।