চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে ফায়ার সার্ভিসের আয়োজনে জেলা পুলিশ সদস্যদের অগ্নিনির্বাপণ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
আজ রোববার (২৪ অক্টোবর) দুপুর ১২টায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে অগ্নিকাণ্ড থেকে উদ্ধার ও বাঁচার কলাকৌশল, গ্যাস সিলিন্ডারের আগুন নেভানো, বিদ্যুতের শর্টসার্কিটের আগুন নেভানো, গ্যাস ও পানি দিয়ে আগুন নেভানোসহ বিভিন্ন পদ্ধতিতে আগুন নেভানোর কৌশল শেখানো হয়।
অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কনক কুমার দাস ও জেলা পুলিশের সব ইউনিটের সদস্যগণ।