চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আকবরশাহ থানা-পুলিশ অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার করেছে।
আকবরশাহ থানার এসআই ধীমান মজুমদার ও এএসআই আব্দুল কুদ্দুস সঙ্গীয় ফোর্সসহ ১৯ মে গোপন তথ্যের ভিত্তিতে আকবরশাহ থানাধীন বাগানবাড়ী এলাকার একটি ভবনে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকায় মো. মোশারফ হোসেন, মো. আরিফ হোসেন, মো. নয়ন, মো. আবু জাফর, মো. সুজন হোসেন, তানিয়া আক্তার, মারিয়া ও জেসমিন আক্তারকে আটক করেন।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আকবরশাহ থানার নন-এফআইআর প্রসিকিউশন নং-১১৩/২৩ রুজু হয়।