ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন মহাব্যবস্থাপক (ক্রিকেট) হিসেবে নিয়োগ পেয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক প্রধান নির্বাহী ওয়াসিম খান।
আইসিসির দেওয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। খবর বাসসের।
দীর্ঘ আট বছর ধরে আইসিসির মহাব্যবস্থাপকের পদে ছিলেন জিওফ অ্যালার্ডিচ। সম্প্রতি তিনি প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে পদোন্নতি পান। এতে আইসিসির মহাব্যবস্থাপক পদটি খালি হয়ে পড়ে। এবার সেই শূন্য পদে বসলেন ওয়াসিম।
এর আগে পিসিবি, ল্যাঙ্কাশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব ও চান্স টু শাইনের হয়েও প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেছেন ওয়াসিম। আগামী মাসে আইসিসিতে দায়িত্ব পালন শুরু করবেন তিনি।