
জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৩ উপলক্ষে যশোরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। যশোর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দ্বিতীয় তলায় জেলা লিগ্যাল এইডের আয়োজনে শুক্রবার (২৮ এপ্রিল) সকাল ১০টার দিকে এ সভা হয়।
দিবসটির এবারের স্লোগান হলো ‘বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ, বিনামূল্যে আইন সেবার দ্বার উন্মোচন’। আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার পুলিশ সুপার (এসপি) প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার), পিপিএম।
পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বলেন, লিগ্যাল এইড প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই প্রতিষ্ঠানটি নিরলসভাবে সেবা প্রদান করে যাচ্ছে। বিচারপ্রত্যাশী মানুষ থানা বা কোর্টের শরণাপন্ন হয়। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে আইনিসেবা সমাজের সব শ্রেণি-পেশার মানুষের জন্য নিশ্চিত করা।
তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশ ইতিমধ্যেই জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বিট পুলিশিং চালু করেছে। যার মাধ্যমে পুলিশ জনগণের দোরগোড়ায় পৌঁছে সেবা প্রদান করছে। বিচার বিভাগ ও আমাদের পুলিশ প্রশাসনের মধ্যে একটা সুসম্পর্ক বিদ্যমান রয়েছে; যার ধারা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম। সভায় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ বেলাল হোসাইন পিপিএম, বিচারক, বিভিন্ন এনজিওর প্রতিনিধি, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, সংবাদকর্মী ও সেবাগ্রহীতারা।