ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ হিসেবে বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে দায়িত্ব গ্রহণ করেছেন বাহারুল আলম বিপিএম। বিদায়ী আইজিপি মো. ময়নুল ইসলাম এনডিসির স্থলাভিষিক্ত হলেন তিনি।
নবনিযুক্ত আইজিপি বৃহস্পতিবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে এলে একটি সুসজ্জিত পুলিশ দল তাঁকে গার্ড অব অনার দেয়।
গত ২০ নভেম্বর বাহারুল আলম বিপিএম-কে আইজিপি হিসেবে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার।
বাহারুল আলম ১৯৮৬ সালের ২১ জানুয়ারি সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। বিসিএস (পুলিশ) ১৯৮৪ ব্যাচের এই কর্মকর্তা স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান এবং পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত আইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত জাতিসংঘ সদরদপ্তরের শান্তিরক্ষা বিভাগে সিনিয়র পুলিশ লিয়াজোঁ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন বাহারুল আলম। ২০১৫ সালে আফগানিস্তানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সিনিয়র পুলিশ অ্যাডভাইজার হিসেবে কাজ করেছেন। এ ছাড়া তিনি ফিল্ড মিশনে ক্রোয়েশিয়া, সার্বিয়া, কসোভো ও সিয়েরা লিওনে দায়িত্ব পালন করেছেন। ২০২০ সালে চাকরি থেকে অবসরে যান তিনি।