“বাংলাদেশ পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ (আইজিপি কাপ) ২০২১-২২” প্রতিযোগিতার সেমিফাইনালে পৌঁছেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ক্রিকেট দল। প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে ঢাকা রেঞ্জকে ৬০ রানে হারায় ডিএমপি।
ডিএমপি জানায়, শনিবার (১৯ মার্চ) দুপুরে পুলিশ স্টাফ কলেজ মাঠে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করে ডিএমপি ক্রিকেট দল। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬৫ রান করে ডিএমপি। জবাবে মাত্র ১০৫ রানেই অলআউট হয়ে যায় ঢাকা রেঞ্জ।
ডিএমপির কল্যাণ ও ফোর্স বিভাগের পুলিশ সদস্য সোহাগ চৌধুরী মাত্র ৬৯ বল খেলে ৮৯ রান করে ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন।
৫ মার্চ শুরু হওয়া বাংলাদেশ পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় চারটি গ্রুপে মোট ২২টি দল অংশ নেয়। মিরপুর পুলিশ লাইনস মাঠ ও পুলিশ স্টাফ কলেজ মাঠে সব খেলা অনুষ্ঠিত হচ্ছে।