ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মো. ময়নুল ইসলাম, এনডিসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ওএইচসিএইচআরের এশিয়া-প্যাসিফিক সেকশনের প্রধান ররি মুনগোভেন। ছবি : বাংলাদেশ পুলিশ

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মো. ময়নুল ইসলাম, এনডিসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার কার্যালয়ের (ওএইচসিএইচআর) প্রতিনিধিদল।

বুধবার (২৮ আগস্ট) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে আইজিপির সঙ্গে প্রতিনিধিদলের সদস্যরা সাক্ষাৎ করেন।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার কার্যালয়ের এশিয়া-প্যাসিফিক সেকশনের প্রধান ররি মুনগোভেন তিন সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

প্রতিনিধিদলের অপর সদস্যরা হলেন এশিয়া-প্যাসিফিক সেকশনের মানবাধিকারবিষয়ক কর্মকর্তা লিভিয়া কোসেঞ্জা ও অ্যালেক্সান্ডার জেমস আমির এল জুন্ডি।

এ সময় প্রতিনিধিদলকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন আইজিপি।