
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার) পিপিএম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ। পুলিশ হেডকোয়ার্টর্সে ১২ ডিসেম্বর (মঙ্গলবার) বিকেল ৩টার দিকে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির সাধারণ সভা ও নির্বাচন গত ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। নির্বাচনে কার্যনিবাহী কমিটির সভাপতি পদে সাবেক অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি ও পাবলিক সার্ভিস কমিশনের সাবেক চেয়ারম্যান এটি আহমেদুল হক চৌধুরী নির্বাচিত হন। সহসভাপতি নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ডিআইজি ওয়ালিয়ার রহমান, অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি মো. আব্দুস সাত্তার ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি মো. নাজমুল হক। সমিতির মহাসচিব নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ সুপার মিয়া লুৎফর রহমান চৌধুরী। এ ছাড়াও নির্বাচনে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে যুগ্ম-মহাসচিব, দপ্তর সম্পাদক, কোষাধক্ষসহ- কার্যবির্বাহী কমিটির সদস্যরা নির্বাচিত হয়েছেন।
সৌজন্য সাক্ষাতের সময় আইজিপি ফুলেল শুভেচ্ছার মাধ্যমে নবনির্বাচিত কমিটির সবাইকে অভিনন্দন জানান। পরবর্তীতে সমিতির সার্বিক কার্যক্রম নিয়ে কর্মরত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত সব অতিরিক্ত আইজিপি, ডিআইজিসহ প্রশাসন শাখা, হেলথ, ওয়েলফেয়ার অ্যান্ড পেনশন শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।