যশোর সফরে আসা ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা বিপিএম (সেবা)।
সোমবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে আইজিপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
যশোর সফরে আসা পুলিশপ্রধান বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং গ্র্যান্ড কল্যাণ সভায় অংশ নেন।
এ সময় যশোর জেলা পুলিশ এবং বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।