পুলিশের চোখ ফাঁকি দিয়ে অ্যাম্বুলেন্সে ফেনসিডিল পাচার করছিলেন তিন মাদক কারবারি। তবে শেষরক্ষা হয়নি। ধরা পড়তে হয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) উত্তর ও দক্ষিণ বিভাগের হাতে।
গত বৃহস্পতিবার (৫৩ আগস্ট) নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন রুবিগেট-সংলগ্ন পিএইচপি অক্সিজেন স্পোর্টস জোনের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন মো. হানিফ ওরফে পলাশ, মো. দিদারুল আলম ওরফে লিমন। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় অপর আসামির পরিচয় প্রকাশ করা হয়নি।
ডিবির (উত্তর ও দক্ষিণ) উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান জানান, ফেনীর পরশুরাম সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে চট্টগ্রাম নগরীতে নিয়ে আসার কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন আসামিরা। বায়েজিদ বোস্তামী থানায় তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।