রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা থেকে ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) তেজগাঁও বিভাগ। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি অ্যাম্বুলেন্স জব্দ করা হয়।
শনিবার (২৬ আগস্ট) নগরীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন বেগুনবাড়ি এলাকা থেকে আসামি মো. হুমায়ুন কবির ও মো. সোহাগকে গ্রেপ্তার করা হয়।
গোয়েন্দা তেজগাঁও বিভাগের তেজগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. এনামুল হক মিঠু পিপিএম জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। এ সময় একটি অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে ২৪ কেজি গাঁজাসহ আসামিদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।