নরসিংদী জেলা গোয়েন্দা (ডিবি) শাখার নেতৃত্বে ২৪ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. জাকির ওরফে মোস্তফাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৬ এপ্রিল) রাত ১১টা ৪৫ মিনিটে নরসিংদী মডেল থানার ব্রাহ্মণপাড়ার আসামির ভাড়াটিয়া বাসা থেকে তাকে অ্যান্টি টেররিজম ইউনিটের সহায়তায় গ্রেপ্তার করেন ডিবির সদস্যরা।
জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের (পিপিএম) তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসারের পিপিএম (বার) নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
উপপরিদর্শক (এসআই) এম নঈমুল ইসলাম মোস্তাক সঙ্গীয় উপপরিদর্শক (এসআই) জামিরুল ইসলাম, সহকারী উপপরিদর্শক (এএসআই) রাহুল মজুমদার, কনস্টেবল ফরহাদ শেখ, কনস্টেবল রুবেল মিয়া ও কনস্টেবল পারভেজদের সমন্বয়ে একটি টিম অ্যান্টি টেররিজম ইউনিটের সহায়তায় আসামি জাকিরকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার জাকির নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বীরগাঁও ইউনিয়নের মৃত রইজউদ্দিনের ছেলে।