পুলিশের হেফাজতে গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ।

জামালপুরের সদর থানার পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ মাদকসহ একাধিক খুন, অপহরণ ও চাঁদাবাজির মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার আসামির নাম মো. মেহেদী হাসান নিপুল (৫২)।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জেলার পুলিশ সুপারের নির্দেশে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ পুলিশের একটি টিম নিয়ে ২৬ এপ্রিল দিবাগত রাত ৩টার দিকে
জামালপুর থানাধীন ঘোড়াধাপ ইউপির গোপালপুর বাজার এলাকায় অভিযান চালান।

সেখানে আসামি মো. মেহেদী হাসান নিপুণকে গ্রেপ্তার করা হয়। তার দেহ তল্লাশি করে ১টি দেশি পাইপগান, ১টি কার্তুজ ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা করে ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য , আসামি মেহেদীর বিরুদ্ধে বিভিন্ন থানায় খুন, অপহরণ ও চাঁদাবাজির মামলাসহ মোট ৭টি মামলা রয়েছে।