পুলিশি হেফাজতে গ্রেপ্তার ৯ আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পশ্চিম থানা-পুলিশ দেশীয় অস্ত্র, ডাকাতি ও ছিনতাই করা ৩০টি মোবাইল ফোন, ল্যাপটপ, পিসিসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে।

প্রথমে টঙ্গী পশ্চিম থানা-পুলিশের একটি টিম দেশীয় অস্ত্রশস্ত্রসহ ৫ ডাকাতকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে ডাকাতি ও ছিনতাই করা ৩০টি মোবাইল ফোন এবং মোবাইল ফোনের আইএমইআই পরিবর্তন করার সফটওয়্যারসহ একটি ল্যাপটপ, একটি ডেস্কটপ ও সিপিইউসহ সংঘবদ্ধ চক্রের ৪ জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতিসহ চোরাই মালামাল নিজ হেফাজতে রেখে বিক্রি করার অপরাধে পৃথকভাবে মামলা করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে