যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ বিপুল অস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ একজনকে গ্রেপ্তার করেছে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার পিপিএমের তত্ত্বাবধানে এসআই শাহিনুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রোববার রাত ৮টার দিকে কোতোয়ালি মডেল থানাধীন চাচঁড়া পূর্বপাড়া এলাকা থেকে সন্ত্রাসী মো. ইকবাল হোসেনকে গ্রেপ্তার করে।
আসামির দেওয়া তথ্যমতে রাত ৯টার দিকে চাঁচড়া মধ্যপাড়া এলাকার মকছেদের পুকুরের উত্তর পাড়ে কলাগাছের গোড়ার মাটির নিচ থেকে একটা ওয়ান শুটার গান এবং তাঁর নিজ বাড়ির বসতঘরের খাটের নিচ থেকে অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে এর আগে অস্ত্র, মাদকসহ তিনটি মামলা রয়েছে।
এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় আজ সোমবার একটি মামলা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি দীর্ঘদিন ধরে আগ্নেয়াস্ত্র প্রস্তুত করে যশোরসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছেন।