ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্লবী থানার অভিযানে দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুটি গুলি জব্দ করা হয়।
রোববার (২৬ মার্চ) রাতে পল্লবীর বাউনিয়াবাদ কালশী এলাকা থেকে আসামি মো. শাহরিয়ার মাহমুদ রনি ও কাজী মো. মহিউদ্দিন ডালিমকে গ্রেপ্তার করা হয়।
পল্লবী থানা-পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ আসামিদের গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁরা অবৈধ অস্ত্র কারবারে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।