ইউরোপের দেশগুলো থেকে চলতি সপ্তাহে ডজনখানেক রুশ কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার অস্ট্রিয়া থেকে ৪ রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে ভিয়েনা।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) এ তথ্য জানানো হয়। খবর দ্য ডেইলি স্টারের।
অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, কূটনীতিকদের অবাঞ্ছিত ঘোষণা করায় তাঁদেরকে আগামী মঙ্গলবারের মধ্যে অস্ট্রিয়া ছাড়তে হবে।
রুশ কূটনীতিকদের আচরণ শিষ্টাচারবহির্ভূত হওয়ায় তাঁদেরকে বহিষ্কার করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
এদিকে মস্কো জানিয়েছে, অস্ট্রিয়ার এমন আচরণের যথাযথ জবাব দেওয়া হবে।