অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর থানার সদস্যরা।
রোববার (১৯ নভেম্বর) নগরীর বন্দর থানাধীন আনন্দবাজার এলাকার চান্দেরপাড়া মোড়ের একটি বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
বন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফয়সাল সরোয়ার জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।