অসামাজিক কার্যকলাপে লিপ্ত ১১ জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) বন্দর ও পশ্চিম বিভাগ।
রোববার (১৮ জুন) নগরীর ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট শেখ মুজিব রোডের একটি হোটেল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ডিবির (বন্দর ও পশ্চিম) উপপুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন জানান, তাঁদের বিরুদ্ধে ডবলমুরিং থানায় মামলা করা হয়েছে।