অসামাজিক কাজে লিপ্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
মঙ্গলবার (২১ মে) দিবাগত রাতে নগরীর মোগলাবাজার থানাধীন গোটাটিকর আবাসিক এলাকার একটি বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এসএমপি ডিবি জানায়, মোগলাবাজার থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করে আসামিদের আদালতে সোর্পদ করা হয়েছে।