মুন্সিগঞ্জের মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির একটি দল সদর থানাধীন মিরকাদিম মাছ বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪৮০ কেজি জাটকা জব্দ করেছে। এ ছাড়া সরকারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৮ বস্তা কারেন্ট জালসহ এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) নৌ পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত জালের আনুমানিক দাম ৩০ লাখ টাকা এবং জাটকার দাম ১ লাখ ৯২ হাজার টাকা।
পরে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছ অসহায়দের মাঝে বিতরণ করা হয়।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।