সাম্প্রতিক সময়ে অতিবৃষ্টির কারণে সিলেট জেলার বিভিন্ন থানা এলাকায় ব্যাপক বন্যার সৃষ্টি হয়। বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে সিলেট জেলা পুলিশ কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গতকাল ১৬ জুন বেলা ২টা থেকে বিকেল পর্যন্ত সিলেট জেলার পুলিশ সুপারের দিকনির্দেশনায় গোয়াইনঘাট থানা-পুলিশের ব্যবস্থাপনায় ওই থানার ১ নং রুস্তমপুর ইউনিয়ন ও ১৩ নং বিছনাকান্দি ইউনিয়নের বিভিন্ন গ্রামের ২০০ পানিবন্দি অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উপহার হিসেবে বন্যার্তদের মাঝে চাল, ডাল, পেঁয়াজ, তেল, আলু, বিস্কুটসহ শুকনো খাবারসামগ্রী তুলে দেওয়া হয়।