যশোরের অভয়নগর থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৯ ও নিয়মিত মামলার ১ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওই থানার বিভিন্ন গ্রাম থেকে বৃহস্পতিবার ওই আসামিদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে পরোয়ানাভুক্ত ৯ আসামি হলেন পিন্টু শেখ, সবুর মিয়া, সুমন বিশ্বাস, সাইফুল্লাহ, রাজ্জাক, অলিয়ার মোল্যা, মোশারেফ হোসেন শেখ, বারিক মোল্যা ও ইমন শেখ।
গ্রেপ্তার হওয়া নিয়মিত মামলার আসামির নাম মোতালেব মীর।
আসামিদের বিচারের জন্য আদালতে পাঠানো হয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, যশোরের পুলিশ সুপার (এসপি) প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপারের (খ সার্কেল) দিকনির্দেশনায় এ অভিযান চালানো হয়। অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম শামীম হাসানের নেতৃত্বে পুলিশ কর্মকর্তারা কয়েকটি দলে বিভক্ত হয়ে আসামিদের গ্রেপ্তার করেন।