রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় (মূল মিলনায়তন) মঞ্চায়িত হতে যাচ্ছে বাংলাদেশ পুলিশ থিয়েটারের দেশব্যাপী সাড়াজাগানো নাটক ‘অভিশপ্ত আগস্ট’-এর ১৫০তম মঞ্চায়ন।
আগামী সোমবার (১০ জুন) সন্ধ্যায় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম-বার, পিপিএম-বার এর পরিকল্পনা, গবেষণা ও তথ্য সংকলনে এবং জাহিদুর রহমানের রচনা ও নির্দেশনায় নাটকটির ১৫০তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে। মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী উক্ত প্রদর্শনীতে প্রধান অতিথি থাকবেন।
উল্লেখ্য, ২০২১ সালের ৩১ জুলাই উদ্বোধনী প্রদর্শনী হওয়া নাটকটি ইতিমধ্যে দেশের ৪৪টি জেলায় ৮৩ বার এবং ঢাকা মহানগরীর বিভিন্ন মঞ্চে ৬৬ বারসহ মোট ১৪৯ বার প্রদর্শিত হয়েছে। বিটিভি নিজ স্টুডিওতে অভিশপ্ত আগস্ট নাটকটি ধারণ করে বিভিন্ন সময়ে সম্প্রচার করেছে এবং চ্যানেল আই নাটকটি মঞ্চ থেকে সরাসরি এবং বিভিন্ন সময় সম্প্রচার করেছে।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশ্ব ইতিহাসের ঘৃণ্যতম বর্বরতায় সপরিবারে হত্যা করা হয়েছিল ১৯৭৫ এর ১৫ আগস্ট কাকডাকা ভোরে। সেই হত্যাকাণ্ডের করুণ আলেখ্য এবং পূর্বাপর ঘটনা তুলে ধরা হয়েছে অভিশপ্ত আগস্ট নাটকটিতে। বিশেষ করে ইতিহাসের খলনায়ক খন্দকার মোশতাক এবং ঘাতক চক্রের সদস্য মেজর ফারুক, মেজর রশীদসহ পর্দার আড়ালে থাকা মাস্টার প্ল্যানারদের ষড়যন্ত্রের বীজ বুনন, বঙ্গবন্ধুকে হত্যা ও ক্ষমতা দখলের নীলনকশা তৈরি এবং সেই ষড়যন্ত্রে সাম্রাজ্যবাদী শক্তির গোপন পৃষ্ঠপোষকতা এখানে উঠে এসেছে। সেই সাথে উঠে এসেছে আর দশটা সাধারণ দিনের মতোই হত্যাকাণ্ডের পূর্ব পর্যন্ত ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনের কর্মব্যস্ততার চিত্র, যেটা দেখে বোঝারই উপায় ছিল না কিছুক্ষণ পরেই বাঙালি জাতির প্রেরণার উৎস এই বাড়ি হয়ে উঠবে বীভৎস এক মৃত্যুপুরী।
বাংলাদেশ পুলিশ থিয়েটারের ইনচার্জ এবং নাট্যকার ও নির্দেশক মো. জাহিদুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। সূত্র: ডিএমপি নিউজ