জামালপুরে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগ পাওয়ার এক দিনের মধ্যে অটোরিকশাটি উদ্ধার ও চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার আসামির নাম মো. আখতার হোসেন ওরফে বেপারী (৩৫)। তাঁর বাড়ি শরীয়তপুর জেলায়।
জেলা পুলিশ জানায়, জামালপুরের মেলান্দহ থানার মো. শফিকুল ইসলাম (২২) মেলান্দহ থানায় অভিযোগ করেছিলেন, ২০ জুলাই ( বুধবার) বিকেলে তাঁর ব্যাটারিচালিত অটোরিকশাটি চুরি হয়েছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ২১ জুলাই (বৃহস্পতিবার) মামলা হয়। এরপর পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে অভিযান চালিয়ে আখতারকে গ্রেপ্তার ও অটোরিকশাটি উদ্ধার করা হয়।