গ্রেপ্তারকৃত আসামিরা। ছবি : যশোর জেলা প্রতিনিধি

যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম-এর দিকনির্দেশনায় অভয়নগর থানার অফিসার ইনচার্জ একেএম শামীম হাসানের সার্বিক তত্ত্বাবধানে একটি অভিযান পরিচালিত হয়।

আজ মঙ্গলবার (১১ জানুয়ারি) এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বিভিন্ন গ্রাম থেকে গ্রেপ্তারি পরোয়ানার ১৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন মো. সাইফুল্লাহ; তিনি গুয়াখোলা গ্রামের। আক্তারুজ্জামান ডালিম; তিনিও একই গ্রামের। সিরাজুল ইসলাম; তিনি কাদিরপাড়া গ্রামের। মো. রিয়াজ হোসেন; তিনি চাপাতলা গ্রামের। মো. কামাল হোসেন; তিনি মহাকাল গ্রামের।মো. তরিকুল, বাকি বিল্লাহ; তিনি রানাগাতি গ্রামের। মো. আফসানা খাতুন; কামকুল গ্রামের। মো. ইদ্রিস আলী; কাদিরপাড়া গ্রামের। বিধান বিশ্বাস; জয়রাবাদ গ্রামের। মো. ইমরান আলী সুমন; আমডাঙ্গা গ্রামের। মো. জসিম উদ্দিন; ধুল গ্রামের। মো. হিরু শেখ। সুজিত গুস্তারী; অভয়নগর থানার বাসিন্দা।

যশোর জেলা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে।