রাজবাড়ী জেলা পুলিশ অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযান প্রতিযোগিতা-২০২১ এ সারা দেশের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে। রাজারবাগ পুলিশ লাইনস মাঠে পুলিশ সপ্তাহ ২০২২ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সাফল্যের জন্য রাজবাড়ী জেলা পুলিশকে পুরস্কৃত করা হয়েছে।
উল্লেখ্য যে ২০২০ সালেও রাজবাড়ী জেলা পুলিশ তৃতীয় স্থান অধিকার করে। রাজবাড়ী জেলা পুলিশের সদস্যবৃন্দ আগামীতেও এই ধারা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান। এ পুরস্কারের অংশীদার রাজবাড়ী জেলা পুলিশের সব সদস্যকে তিনি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। একই সঙ্গে ভবিষ্যতে ত্যাগ ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।