অনেক প্রবীণ বয়সের গাণিতিক সংখ্যায় তরুণদের চেয়ে এগিয়ে বলে মনে করেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) আল আসাদ মো. মাহফুজুল ইসলাম।
‘পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তির সহনশীলতা’ প্রতিপাদ্য সামনে রেখে ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে কুড়িগ্রামের পাঠাগারে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় এ কথা বলেন পুলিশ সুপার।
পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমরা যদি মাননীয় প্রধানমন্ত্রীর দিকে তাকাই, তিনিও এখানকার অনেকের সমসাময়িক। তিনি কখনোই নিজেকে বয়সের ভারে ন্যুব্জ ভাবেন না, তাঁর ইতিবাচক গ্রোথ মাইন্ডসেটের কারণেই দেশ আজ উন্নয়নের অগ্রদূত।
‘আমরা যদি আমেরিকার দিকে তাকাই, দেখব, জো বাইডেনের আমাদের চেয়ে বয়স বেশি, তিনিই আজ পরিবর্তনের নায়ক।’
পুলিশ সুপার উদাহরণ দিয়ে বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের নায়ক ইংল্যান্ডের প্রধানমন্ত্রী চার্চিলকে তাঁর জন্মদিনে একবার সাংবাদিকেরা বলেছিলেন, আজ আপনার কততম জন্মদিন। উনি সাংবাদিকদের উত্তরে বলেছিলেন, আজ আমি ৮০ বছরের টগবগে তরুণ। আমরাও মনে করি, আপনারা একেকজন গাণিতিক সংখ্যায় এগিয়ে থাকা টগবগে যুবক।
কবি নজরুলকে স্মরণ করে তিনি বলেন, আমি অনেক যুবককে দেখেছি, যারা বৃদ্ধ, আবার অনেক বৃদ্ধকে দেখেছি যাঁরা মনের দিক থেকে তরুণ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রেজাউল করিম, বিশেষ অতিথি ছিলেন মেয়র মো. কাজিউল ইসলাম, সুপারিন্টেন্ডেন্ট ড. শহীদুল্লাহ, সমাজসেবার উপপরিচালক মো. রোকনুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম।