২০ থেকে ২৫ মার্চ পর্যন্ত অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি বন্ধ থাকবে।
সোমবার সকালে রেল ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।
তিনি বলেন, ‘২১ থেকে ২৫ তারিখ পর্যন্ত আমরা অনলাইনে টিকিট বিক্রি বন্ধ রাখব। তবে এ সময় ম্যানুয়ালি আমাদের ব্যবস্থাপনায় কাউন্টারে টিকিট বিক্রি করা হবে।
‘আগে আমরা পাঁচ দিনের অগ্রিম টিকিট বিক্রি করতাম, এই সময়ে সেটিও দেব না। কাউন্টার থেকে আজ ও আগামীকালের টিকিট দেব। এখানে কোনো কোটা বা আসন সংরক্ষণ থাকবে না।’