অনলাইনে চাকরির ভুয়া বিজ্ঞপ্তি দিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার সেন্টার।
পাপড়ি নামের এক অভিযোগকারীর তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার গাজীপুরের টঙ্গী ও নারায়ণগঞ্জে অভিযান চালায় সিআইডির সাইবার ইন্টেলিজেন্স টিম। সেই অভিযানে কথিত চাকরিদাতা মো. আজিজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
আজিজুলের গ্রামের বাড়ি সাতক্ষীরা। তিনি থাকতেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে।
আজিজুলের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত তিনটি মোবাইল ফোন, ছয়টি সিম এবং বিকাশ ও নগদ অ্যাকাউন্ট জব্দ করা হয়।
পুলিশ জানায়, মূলত অনলাইনে প্রতারণাই আজিজুলের পেশা। ২০১৮ সাল থেকে এ ধরনের কাজ করে আসছেন তিনি। অন্তত ৫০ জন নারী-পুরুষের সঙ্গে এ ধরনের প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন তিনি।
আজিজুলের নামে পল্টন থানায় নিয়মিত মামলা করা হয়েছে। এক দিনের রিমান্ডে আজিজুল এখন সিআইডি সাইবার হেফাজতে রয়েছে।