ঢাকার দোহার থানা-পুলিশ অভিযান চালিয়ে অটোরিকশা ছিনতাই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি অটোরিকশা উদ্ধার করা হয়।
গত মঙ্গলবার (২৮ মার্চ) রাতে দোহার এবং মুন্সিগঞ্জের শ্রীনগর থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন সুজন ব্যাপারী (৩৩), ইদ্রিস (৪৫) ও নজরুল ইসলাম (৩৬)। তাঁদের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর থানা এলাকায়।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে দোহার থানাধীন মুকসুদপুর ইউনিয়নের ধীৎপুর এলাকায় অটোরিকশা ছিনতাইয়ের সময় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করে শাইনপুকুর পুলিশ তদন্তকেন্দ্রের সদস্যরা। পরে মুন্সিগঞ্জের শ্রীনগর থানা এলাকা থেকে আরেক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, দীর্ঘদিন ধরে ঢাকা ও আশপাশের এলাকায় অটোরিকশা ছিনতাই করতেন। প্রথমে অটোরিকশা ভাড়া করে নির্জন স্থানে নিয়ে চালককে মারধর করতেন। এরপর অটোরিকশা নিয়ে পালিয়ে যেতেন।
পুলিশ আরও জানায়, দোহার থানায় নিয়মিত মামলা করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। তাঁদের মধ্যে দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।