অটোরিকশা চুরি করে পালানোর সময় তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানা-পুলিশ।

গত শনিবার (৭ সেপ্টেম্বর) নবীনগর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নৌকাঘাট থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন নবীনগর থানা এলাকার তামিম (২৩), হোসেন আলী (২০) ও রাকিব (১৮)।

নবীনগর থানা-পুলিশ জানায়, শনিবার বিকেলে ঘটনাস্থল থেকে অটোরিকশা নিয়ে পালানোর সময় তিনজনকে আটক করেন স্থানীয়রা। খবর পেয়ে আসামিদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।