সোনাইমুড়ী থানা-পুলিশ অভিযান চালিয়ে অটোরিকশা চোরাকারবারি দলের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে। শনিবার (১৫ জুলাই) কুমিল্লার মনোহরগঞ্জ থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় চুরি হওয়া একটি অটোরিকশা ও দুটি ব্যাটারি জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার পশ্চিমপাড়া এলাকার সোলায়মানের ছেলে মো. দয়াল (২৪) এবং একই উপজেলার জাওড়া এলাকার মোবারক হোসেনের ছেলে তৌহিদ উল্যাহ (৪০)।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় মামলা দায়ের করা হয়। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।