পুলিশি হেফাজতে আসামি এবং জব্দ করা গাঁজা ও অটোরিকশা। ছবি : বাংলাদেশ পুলিশ

সিএনজিচালিত অটোরিকশায় ১৬ কেজি গাঁজা পাচারকালে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ।

গত মঙ্গলবার (১৪ মে) ব্রাহ্মণপাড়া থানাধীন সাহেবাবাদ ইউনিয়নের টাটেরা এলাকার সেকান্দর আলী উচ্চবিদ্যালয়ের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আসামি মো. মহিউদ্দিন ওরফে মহিরের (৩২) বাড়ি ব্রাহ্মণপাড়া থানা এলাকায়।

ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) শফিক উল্লাহ জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।