পুলিশি হেফাজতে আসামি এবং জব্দ করা ইয়াবা বড়ি ও সিএনজিচালিত অটোরিকশা। ছবি : বাংলাদেশ পুলিশ

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহ পরান (রহ.) থানার অভিযানে ২০৭টি ইয়াবা বড়ি, সিএনজিচালিত অটোরিকশাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত সোমবার (২৪ জুন) রাতে নগরীর শাহ পরান থানাধীন খাদিমপাড়া হিলভিউ টাওয়ারের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আসামি মো. জয়দুল হোসেনের (৩৫) বাড়ি নগরীর শাহ পরান থানা এলাকায়।

শাহ পরান থানার উপপরিদর্শক (এসআই) মো. ইবাদুল্লাহ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।